সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২, ০৬:০০:১৭

মির্জা ফখরুলকে নির্বাচন কমিশনার বানালেই বিএনপি খুশি হবে : তথ্যমন্ত্রী

মির্জা ফখরুলকে নির্বাচন কমিশনার বানালেই বিএনপি খুশি হবে : তথ্যমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন (ইসি) নিয়োগ আইনের বিষয়ে বিএনপির সমালোচনার জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচন কমিশনার বানালেই কেবল বিএনপি খুশি হবে।’

আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘সুশীল সমাজের যে কয়েকজন প্রতিনিধি দ্রুত ইসি গঠন আইনের তাগাদা দিয়েছিলেন, তারাই এখন আইন করার উদ্যোগের সমালোচনা করছেন। বিএনপিও দ্রুত আইন করার কথা বলে এখন সমালোচনা করছে।’ 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, ‘উপাচার্যের বাড়িতে খাবার যেতে না দেওয়া ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া আন্দোলন হতে পারে না।’ কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যে শিক্ষার্থীদের ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে