এমটি নিউজ ডেস্ক : আজ সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। দুপুরের পর সূর্য উঠলেও তাপ ছড়ায়নি। বিকেল ৪টা নাগাদ ঢাকার আকাশ অন্ধকার হয়ে যায়। এরপর আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী বিকেল সাড়ে ৪টা নাগাদ শুরু হয় বৃষ্টি। প্রথমে গুঁড়িগুঁড়ি হলেও পরে তা ভারী বৃষ্টিতে পরিণত হয়।
গত কয়েকদিন ধরের সন্ধ্যার পর দেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। আজ ঢাকাসহ কিছু এলাকায় বৃষ্টির শঙ্কা রয়েছে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদফতর। বৃষ্টির ফলে তাপমাত্রা রাতে বেশ কিছুটা কমে আসতে পারে। আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামীকালও এই আবহাওয়া থাকবে। ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার কয়েকদিন বৃষ্টির শঙ্কা রয়েছে বলে তিনি জানান।