এমটি নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের হল শাখাগুলোর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল রোববার (৩০ জানুয়ারি)। প্রায় পাঁচ বছর পর এ সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সম্মেলনের প্রস্তুতি নিয়ে জানাতে শনিবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ঢাবি ছাত্রলীগ।
এসময় সম্মেলনের মাধ্যমে হল কমিটিতে যোগ্যদের নেতৃত্বে আনা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। সঞ্চালনা করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাধারণ সম্পাদক রওনক জাহান রাইন।
অন্যদের উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, হল সম্মেলন আয়োজক কমিটির সভাপতি বরিকুল ইসলাম বাধন। এসময় বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের পর নতুন নেতৃত্ব ঘোষণার বিষয়ে ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত বলেন, দ্রুত সময়ের মধ্যেই আমরা কমিটি করবো। সম্মেলনের দু-তিন বা সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।