রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ১২:৪৩:৪৬

বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে ন্যূনতম বয়স বছর নির্ধারণ

বুস্টার ডোজের বয়সসীমা কমিয়ে ন্যূনতম বয়স বছর নির্ধারণ

এমটি নিউজ ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে বুস্টার ডোজ দেয়ার বয়সসীমা কমিয়ে ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। রোববার রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়াম মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। 

দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এছাড়া দেশে ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনা হলেও জানান তিনি। উল্লেখ্য, প্রথমে ৬০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার বুস্টার ডোজ দিচ্ছিল সরকার। পরবর্তীতে তা কমিয়ে ৫০ বছর করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে