রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ০৯:৩০:০৩

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ফের বাড়ানো নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ফের বাড়ানো নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

এমটিনিউজ ডেস্ক : মহামারী করোনা সংক্রমণ হঠাৎ সারাদেশে ফের বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। সেই ছুটি শেষ হতে আর মাত্র সাত দিন বাকি। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কী সিদ্ধান্ত আসবে, সে নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

এ বিষয়ে রোববার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সরকার শিক্ষার্থীদের সুরক্ষিত রেখে শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতে চাইলেও সব কিছু করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

এই ব্যাপারে তিনি আরো বলেন, করোনা পরিস্থিতির ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় রয়েছে। সে সময় পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে তারপর সিদ্ধান্ত জানানো হবে। এরই মধ্যে আমরা করোনা নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা-পর্যালোচনা করে স্কুল খোলা না বন্ধ, বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাতে পারব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে