সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২, ০৩:১৩:২৪

মেজর সিনহা হত্যার রায়; এইমাত্র যা জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

মেজর সিনহা হত্যার রায়; এইমাত্র যা জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

এমটিনিউজ ডেস্ক : অবশেষে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় পড়া শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত সৃষ্টির ৩৮ বছরের ইতিহাসে এই প্রথম এত দ্রুত কোনো হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছে। মাত্র ৩৩ কার্যদিবসে শেষ হয়েছে মামলাটির বিচারকাজ।

এদিকে রায় ঘোষণা কেন্দ্র করে সকাল থেকে কক্সবাজার আদালত চত্বর ও তার আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
এর আগে হত্যা কিংবা ফৌজদারি কোনো মামলায় এত বিপুলসংখ্যক সাক্ষী নেওয়ার নজির নেই। নজির নেই এত স্বল্প সময়ে চার্জগঠন, শুনানি, সাক্ষ্যগ্রহণ, জেরা ও যুক্তিতর্ক উপস্থাপনেরও। সবকিছুই এগিয়েছে দ্রুতগতিতে। তাই সবার দৃষ্টি এখন এ রায়ের দিকেই।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, সিনহা হত্যা মামলার রায়কে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশের সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রয়েছে। আদালতে নিরাপত্তার স্বার্থে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে।

এদিকে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেছেন, ‘আমরা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি।’

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রানা দাশ গুপ্তের দাবি, ‘আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে বাদীপক্ষ।’ রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম বলেন, ‘ষড়যন্ত্র করে এবং পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তাই, আমরা আদালতে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে