মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারী, ২০২২, ১২:০১:৫৬

খালেদা জিয়ার ব্যাপারে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে

 খালেদা জিয়ার ব্যাপারে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে

এমটিনিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সবকিছু ঠিক থাকলে আজ মঙ্গলবার সন্ধ্যার পর বাসায় ফিরতে পারেন। হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিএনপি সূত্র বলছে, এ উপলক্ষে এভারকেয়ার হাসাপাতাল কর্তৃপক্ষের গঠিত খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ড সংবাদ সম্মেলন করবে। হাসপাতালটির অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করা হবে।

গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ারে ভর্তি করা হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ জনের একটি বিশেষ মেডিক্যাল টিম তার চিকিৎসাসেবা দিচ্ছে। ৭৭ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী অনেক বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে