মঙ্গলবার, ০১ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:৫১:৪২

আগামী জুন মাস থেকে পদ্মাসেতু দিয়ে যান চলাচল করবে

আগামী জুন মাস থেকে পদ্মাসেতু দিয়ে যান চলাচল করবে

এমটি নিউজ ডেস্ক : আগামী জুন মাসের মধ্যেই প্রতিক্ষিত পদ্মাসেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০.৫০ ভাগ।

মঙ্গলবার সকালে রাজধানীর সেতু বিভাগে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান। এসময় আরো কয়েকটি প্রকল্প নিয়ে কথা বলেন তিনি। এ সময় সেতু বিভাগের সচিব মোঃ মনজুর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে