শুক্রবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২২, ০১:৪৬:২৪

ভয় দেখিয়ে কাজ হবে না : পরিকল্পনামন্ত্রী

ভয় দেখিয়ে কাজ হবে না : পরিকল্পনামন্ত্রী

এমটিনিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী দায়বদ্ধ, উনার দেশপ্রেম আছে। অধ্যবসায় আছে এবং তিনি একটানা ১২ বছর কাজ করতে পারছেন। আপনারা কথায় কথায় সিঙ্গাপুর, কোরিয়ার উদাহারন দেন। সেই সকল দেশের নেতারা ৩০ থেকে ৩৫ বছর একটানা কাজ করে তাদের দেশকে এই পর্যায়ের নিয়ে গেছে।

মন্ত্রী বলেন, মাহতির মোহাম্মদের প্রশংসা করেন আমাদের সুশীল সমাজ। তারা চা-কফি, স্যান্ডোইজ খেয়ে ঠান্ডা ঘরে বসে অনেক উদাহার দেন। এই নির্বাচন খারাপ, আচরণ ভালো না। ভালো যেটা না অবশ্যই বলবেন। আমরা ভালো করার চেষ্টা করবো। সত্য হলো- মানুষের প্রায়োরটি অধিকার না ভাত? তাদের অধিকারই ভাত। আগে ভাত তারপর অন্যান্য অধিকার। আমাদের সরকার অর্থনৈতিক উন্নয়নের কাজ আগে করছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে "হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় গৃহীত স্কিম সংক্রান্ত " মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
এসময় মন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, ভোটের মাঠে না থেকে ভোট হতে দেবো না- এমন ধমক না দিয়ে আসেন, আলোচনা করেন। নির্বাচনে বসেন। ভয় দেখিয়ে কাজ হবে না। গ্রামের মানুষ এস বুঝে গেছে বলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে