শুক্রবার, ০৪ ফেব্রুয়ারী, ২০২২, ১১:৫৩:১৪

দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত

দরজায় কড়া নাড়ছে ঋতুরাজ বসন্ত

এমটিনিউজ ডেস্ক : দেখতে শেষ হয়ে যাচ্ছে শীত। এবার দরজায় কড়া নাড়তে শুরু করেছে ঋতুরাজ বসন্ত। শীতের পালা শেষ। রাজ্যের দরজায় কড়া নাড়তে শুরু করেছে বসন্ত। আবহবিদদের অভিমত , আচমকা ঋতু পরিবর্তন হয় না। তাই প্রথমে রাতের দিকে শীত-শীত ভাব থাকবে। ধীরে ধীরে দিনের এবং রাতের পারদ চড়তে থাকবে। আস্তে আস্তে উত্তুরে হাওয়ার বদলে দখিনা বাতাস বইতে শুরু করবে। তাই শীত ফুরলো মানেই একেবারে ঠান্ডা বিদায় হয়ে গেল তাও নয়।

এদিকে বাংলাদেশ বা বাঙালি সমাজে ঋতুরাজ বসন্ত আসে নানা রঙ ছড়িয়ে। প্রকৃতি খুলে দেয় তার দক্ষিণ দুয়ার। বসন্তের আগমনে কোকিল গান গায়। ভ্রমর খেলা করে। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতির এই রূপে দেওয়ানা হয়ে কবিরা রচনা করেছেন অনেক চরণ। ‘আজি এ বসন্ত দিনে বাসন্তী রঙ ছুঁয়েছে মনে; মনে পড়ে তোমাকে ক্ষণে ক্ষণে চুপি চুপি নিঃশব্দে সঙ্গোপনে’- এ রকম অনেক চরণ রচিত হয়েছে বসন্তকে নিয়ে। আর এমন মধুর মুহুর্তের জন্য অপেক্ষায় থাকতে হবে আর কয়টা দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে