মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ০৯:৩৮:৫৯

সম্পর্ককে আরো এগিয়ে নিতে আজ বাংলাদেশে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

সম্পর্ককে আরো এগিয়ে নিতে আজ বাংলাদেশে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ঢাকায় আসছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নেওয়া তাঁর এ সফরের লক্ষ্য।

২৪ ঘণ্টারও কম সময়ের এই সফরে তিনি আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দুই দেশের প্রথম রাজনৈতিক সংলাপে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে আজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সম্মানে আজ নৈশভোজের আয়োজন করেছেন। সফরকালে তিনি ভার্চুয়াল অনুষ্ঠানে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাষা শিক্ষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরের আগে গত ২ মার্চ ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এক সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি আরব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে