মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২, ০৬:৪৩:৩৬

'প্রতিটি গ্রাম হবে শহর, গ্রামেই মানুষ শহরের সুবিধা পাবেন'

'প্রতিটি গ্রাম হবে শহর, গ্রামেই মানুষ শহরের সুবিধা পাবেন'

এমটি নিউজ ডেস্ক : নিরাপত্তাকে অক্সিজেনের সঙ্গে তুলনা করে পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘নিরাপত্তা ছাড়া গ্রাম শহর হবে না। এ জন্য আমরা বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশি সেবা গ্রামে পৌঁছে দিয়েছি। দেশকে ৬ হাজার ৯১২টি বিটে ভাগ করে বিট পুলিশিং চালু করা হয়েছে।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে মঙ্গলবার সকালে পুলিশ নির্মিত প্রথম গ্রাফিক নভেল ‘দুর্জয়ের ডায়েরি’ এবং অ্যানিমেটেড ফিল্ম সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন। বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামরুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইজিপি বলেন, বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনাকালে এমন কোনো দিক নেই যা নিয়ে তিনি কাজ করেননি। বঙ্গবন্ধু প্রতিটি ইউনিয়নে একটি করে থানা করার পরিকল্পনা করেছিলেন। তিনি চেয়েছিলেন স্বাধীনতা-পরবর্তী পুলিশ কলোনিয়াল পুলিশ হবে না; পুলিশ হবে জনবান্ধব, গণবান্ধব। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, প্রতিটি গ্রাম হবে শহর। গ্রামেই মানুষ শহরের সুবিধা পাবেন।

বিট পুলিশিংয়ের সফলতার কথা তুলে ধরে আইজিপি বলেন, বিট পুলিশিংয়ের ফলে ২০-২৫ হাজার মামলা কমে গেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে