এমটি নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমরা দুই মেয়র মিলে পরীক্ষায় উচ্চ নম্বর পেয়েছি। ১০০ তে ১০০ নম্বর পেয়েছি। আনিসুল হক সাহেবের পরিকল্পনা বা স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছি।
মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২২তম সভা অনুষ্ঠিত হয়। ২ ঘণ্টার সভা শেষে দুপুর ২টার দিকে ডিএসসিসি মেয়র তাপস সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ৩০ দিনের মধ্যে ট্রান্সসিলভা আরও নতুন ২০ বাস যাত্রাপথে যুক্ত করবে। জাহান এন্টারপ্রাইজকে ৪০টি প্রস্তাবনা দেয়া আছে। পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত দুরূহ ছিল। সকলের সহযোগিতায় বাস্তবায়ন করতে পেরেছি।
মেয়র বলেন, যাত্রী সেবাটা আমাদের প্রাধান্যের বিষয়। বাস সার্ভিসের যাত্রীরা অত্যন্ত খুশি। তাদের অতিরিক্ত টাকা ও হয়রানির শিকার হতে হচ্ছে না। নির্দিষ্ট জায়গায় থেকে উঠতে পারে আবার নির্দিষ্ট জায়গায় নামতে পারছেন। আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পেরেছি।
তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা ৫০টি বাস দিয়ে চালু করেছি। এই বাস সংখ্যা বৃদ্ধির জন্য যাত্রীরা উৎসুক হয়ে আছেন। সেটা বৃদ্ধির লক্ষ্যে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। ট্রান্সসিলভা আরও ২০ বাস চালু করতে পারবে। এটা দ্রুত চালুর ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। গত সভায় আমারা সিদ্ধান্ত নিয়েছি আরও তিনটি পথ চালু হবে। তিনটি পথ চালুর অগ্রগতি পর্যালচনা করেছি। এই যাত্রাপথগুলোকে আরও সুনির্দিষ্ট করেছি।