বুধবার, ২৩ মার্চ, ২০২২, ০৫:০৭:৫৭

অভিনেতা আসাদের দেওয়া ‘জয় বাংলা’ স্লোগানে মুগ্ধ প্রধানমন্ত্রী

অভিনেতা আসাদের দেওয়া ‘জয় বাংলা’ স্লোগানে মুগ্ধ প্রধানমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক: ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা গ্রহণ করে মঞ্চে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুগ্ধ করেছেন অভিনেতা রাইসুল ইসলাম আসাদ।   

আজ বুধবার (২৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাইসুল ইসলাম আসাদের ‘জয় বাংলা’ স্লোগানে মুগ্ধ হন প্রধানমন্ত্রী।

রাইসুল ইসলাম আসাদ তার বক্তব্যে স্মরণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর সেলিম আল দীনের লেখা জ্বালাময়ী একটি সংলাপের পর ‘জয় বাংলা’ স্লোগানে বক্তব্য শেষ করেন তিনি।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, জয় বাংলা স্লোগান অনেকদিন হারিয়ে গিয়েছিল। যে স্লোগান দিয়ে লাখো মানুষ বুকের র'ক্ত দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন, তেমনই একজনের মুখে স্লোগানটি শুনে সত্যিই আবারো মুগ্ধ হয়েছি। তাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে