বুধবার, ২৩ মার্চ, ২০২২, ০৭:১২:৫০

জামিন পাওয়া খালেদা জিয়ার মানবিক ও নৈতিক অধিকার: ডা. জাফরুল্লাহ

জামিন পাওয়া খালেদা জিয়ার মানবিক ও নৈতিক অধিকার: ডা. জাফরুল্লাহ

এমটি নিউজ ডেস্ক : রাস্তায় দাঁড়িয়ে টিসিবির পণ্য নেওয়া অত্যন্ত অপমানজনক বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বুধবার দুপুরে সাভারের গণবিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি বার বার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেশনিং করেন। বঙ্গবন্ধুর আমলে ১৯৭৪ সালে ৩ লাখ লোকের মৃত্যু হয়েছিল অনাহারে। অথচ নোবেলজয়ী অমর্ত্য সেনের হিসাব মতে ওই সময়ে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়েছিল। সুশাসনের অভাব, অনাচার, দুর্নীতির কারণে যাদের খাদ্য প্রয়োজন, তাদের কাছে খাদ্য পৌঁছায়নি।

খালেদা জিয়ার জামিন পাওয়ার ব্যাপারে তিনি বলেন, জামিন পাওয়া তার মানবিক ও নৈতিক অধিকার। এই হাইকোর্টেই এক খুনের মামলা আছে। এক রিকশাওয়ালা তার স্ত্রীকে জবাই করায় তার ফাঁসি হয়েছিল। তবে কয়েক সপ্তাহের জন্য তার জামিন হয়েছিল। খালেদা জিয়া তো কাউকে জবাই করেননি। আমি মনে করি ন্যায়ের খাতিরে খালেদা জিয়াকে জামিন দেয়া উচিত। 

‘জাফরুল্লাহ বিএনপির কেউ না’ মির্জা ফখরুলের এমন বক্তব্য সম্পর্কে জাফরুল্লাহ চৌধুরী বলেন, মির্জা ফখরুল কী বলেছেন, তাতে আমার কিছু করার নেই। তারা যদি হারিকিরি করতে চান, আমি কী বলবো। আমি বলতে চাই আন্দোলন করে দলীয় সরকারের অবসান ঘটাতে হবে। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড সোজা করে ন্যায়ের পাশে দাঁড়াতে হবে। তারা যদি তা ডেলিভার করতে না পারেন তাদের পদত্যাগ করা উচিত হবে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে