শুক্রবার, ০৭ আগস্ট, ২০১৫, ১২:২৪:৫৪

‘শিশু নির্যাতনকারীদের মানসিক সমস্যা আছে’

‘শিশু নির্যাতনকারীদের মানসিক সমস্যা আছে’

নিউজ ডেস্ক : শিশু নির্যাতন ও হত্যাকান্ডের কয়েকটি ঘটনায় শিশুদের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টির প্রেক্ষাপটে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, যারা এ ধরনের কাজ করেন তাদের মানসিক সমস্যা আছে। যেখানে এ ধরনের ঘটনা ঘটছে সরকার তাৎক্ষনাত এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের বিষয়ে প্রচুর আইন আছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রটা জটিল। ইতিমধ্যে কিছু উদ্যোগ নেয়া হচ্ছে। এই মন্ত্রণালয়ের সাথে রিলেটেড আইন মন্ত্রনালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়,উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে  নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো তিন মাস পরপর মনিটর করার সিন্ধান্ত নিয়েছেন। যাতে এই মামলা গুলোর দ্রুত চার্জশিট হয়, এবং এগুলোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। ঘটনা ঘটার পরে যদি দ্রুত ব্যবস্থা নেওয়া হয় এবং রায় দ্রুত বাস্তবায়ন করা হয় তবে এ পরিস্থিতির পরিবর্তন হবে বলে মনে করেন। তিনি পাশাপাশি সামাজিক সচেতনতার কথাও বলেন । 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে