এমটি নিউজ ডেস্ক : বিদেশিরাও বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বুধবার (২৭ এপ্রিল) বিকেলে ধানমন্ডির এক হোটেলে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার বিকল্প নেই, এটি আজ বিশ্বের কাছে প্রমাণিত। অন্যান্য রাজনৈতিক দলে শেখ হাসিনার মতো দক্ষ কোনো নেতা নেই।
রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার এক দশমাংশ সক্ষমতা দেখাবেন এমন কোনো নেতাও এ দেশে নেই। বাংলাদেশের মানুষের আস্থা ও ভরসার শেষ আশ্রয়স্থল শেখ হাসিনা।
বিদেশিরাও বিশ্বাস করে রাষ্ট্র পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও সামনে এগিয়ে যাবে।
এ সময় জাতীয় সরকার গঠনের নামে প্রলোভন বিএনপির ভাওতাবাজি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। তিনি বলেন, বিএনপির এমন ভাওতাবাজি মানুষকে বিভ্রান্ত করতে পারবে, কিন্তু এতে করে দেশের কল্যাণ আসবে না।