এমটি নিউজ ডেস্ক : বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি রোববার সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে।
সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রশ্ন করা হলে সেতুমন্ত্রী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনা রোধে সরকার দ্রুত কাজ করার চিন্তাভাবনা করছে।