সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৫১:১৬

সেই অদ্ভুত আঁধারে আমরা পথ চলতে পারি না : আবদুন নূর তুষার

সেই অদ্ভুত আঁধারে আমরা পথ চলতে পারি না : আবদুন নূর তুষার

নিউজ ডেস্ক : সম্প্রতি অনুষ্ঠিত মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে চিকিৎসক ও টেলিভিশন ব্যক্তিত্ব আবদুন নূর তুষার তার ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফলাফল দেখেই বোঝা যায়, এ পরীক্ষা কতটুকু সঠিক হয়েছে।

আবদুন নূর তুষার লিখেছেন, পরীক্ষার ফলাফলকে পরিসংখ্যানের হিসাবের মাধ্যমে যাচাই করা যায়।  এটা নিয়ে অর্থনীতিবিদ লেভিটের মজার বই ফ্রিকোনমিকসে একটা পরিচ্ছেদও আছে।  যা হোক, ৯৮% এরও বেশি নম্বর পাওয়া প্রায় অসম্ভব।  সেই অসম্ভবকে সম্ভব করেছে এবারের প্রশ্ন ফাঁস মেডিক্যাল ভর্তি পরীক্ষা।

আবদুন নূর তুষার লিখেছেন, এমন মেধাবীদের দিয়ে নিশ্চয় মেডিক্যাল কলেজ আলোয় আলোয় ভরে উঠবে।  তবে হাসপাতালে রোগীদের ভবিষ্যৎ যে অনন্ত অন্ধকার হবে সেটা বুঝতে ৯৮% নম্বর পেতে হয় না।  সাধারণ মানুষও এটা বোঝে।

তিনি লিখেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, ঘোষণা দিয়ে নকলবাজরা যখন একে অন্যকে প্রশ্ন সরবরাহের জন্য ধন্যবাদ দেয় তখন মনে হয়, জীবনানন্দ দাস লিখেছিলেন- যারা অন্ধ সবচেয়ে বেশি নাকি তারাই চোখে দেখে, সেই অন্ধকারের কথা।  সেই অদ্ভুত আঁধারে আমরা পথ চলতে পারি না।

স্ট্যাটাসে এই চিকিৎসক লিখেছেন, দেশের মানুষের প্রাণ নিয়ে যারা কাজ করবেন সেই ভবিষ্যৎ চিকিৎসকরা যদি প্রশ্ন চুরি করে ভর্তি হন, এটা ভাবলে গা শিউরে ওঠে।

টেলিভিশন ব্যক্তিত্ব আবদুন নূর তুষার লিখেছেন, কতজন প্রশ্ন পেয়ে এভাবে পরীক্ষায় টিকেছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো- অযোগ্য একজনও যদি এভাবে যোগ্যতা পেয়ে যান, একসময় কার্ডিয়াক বা নিউরো সার্জন হবার, সেটা কি ভয়ঙ্কর হবে, সেটা ভেবে দেখা দরকার।

মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনার সরকার মানুষের মঙ্গল চায় বলেই বিশ্বাস করি। দেশের মানুষের চিকিৎসা কিছু প্রশ্নচোর অযোগ্য মানুষ করবে, এটা কি আপনি চান? আপনি কি চান যারা প্রশ্ন চুরি করে ফাঁস করে দেয়, তারা অন্ধকারেই থেকে যাক? আপনি কি মনে করেন না যে, নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য থেকে প্রশ্ন চুরি করা, কোনো ভেতরের মানুষ ছাড়া সম্ভব নয়?

স্ট্যাটাসে তিনি লিখেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার বারোটা বাজিয়ে দিয়ে আপনারা সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকায় চিকিৎসা নিতে পারেন হয়তো, কিন্তু দেশের সাধারণ মানুষের বিশ্বাসের জায়গা ধ্বংস করে, মেডিক্যাল শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়ে ২০৪১ সালের বাংলাদেশ পাওয়া সম্ভব না।

এই রকম হাস্যকর পরীক্ষা নিয়ে মেডিক্যালে ছাত্র ভর্তি করে মেডিক্যাল শিক্ষার কফিনে শেষ পেরেক ঠোকার মহান দায়িত্ব পালন করবেন না, প্লিজ।

আবদুন নূর তুষার লিখেছেন, এই পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নিন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন।  নইলে একদিন কোনো এক জরুরি মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাবার আগেই আপনাদেরই কোনো বংশধর, নিকাটাত্মীয় এসব অযোগ্যদের হাতে মারা যাবে।
২১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে