শনিবার, ০৪ জুন, ২০২২, ০৩:০২:১৫

যানজটে আটকা, পরে মোটরসাইকেলে সমাবেশে গেলেন তথ্যমন্ত্রী

 যানজটে আটকা, পরে মোটরসাইকেলে সমাবেশে গেলেন তথ্যমন্ত্রী

এমটি নিউজ ডেস্ক : শুক্রবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ ছিল উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের। সমাবেশে অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

মন্ত্রী সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে আসেন। পরে নিজের গাড়িতে বিমানবন্দর থেকে প্রেস ক্লাবের দিকে রওনা হন।

কিন্তু বিকেল সোয়া ৫টার দিকে বন্দরটিলায় যানজটে আটকা পড়ে মন্ত্রীকে বহনকারী গাড়ি। এসময় ডিউটি শেষে বাসায় ফিরছিলেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান। তিনিও ওই যানজটে আটকা পড়েন। 

এসময় মন্ত্রী নিজের গাড়ি থেকে নেমে পড়েন। এ ঘটনা দেখে পুলিশ কর্মকর্তা মিজানুর মন্ত্রীকে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরপর মন্ত্রী পুলিশ ইন্সপেক্টর মিজানুরের মোটরসাইকেলে চেপে বসেন। এভাবে প্রায় ১০ কিলোমিটারের বেশি পথ অতিক্রম করে ওই সমাবেশে যোগ দেন তিনি।

এ বিষয়ে পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বলেন, আমি অফিস শেষে বাসায় ফিরছিলাম। বন্দরটিলা এলাকায় জ্যামে আটকা পড়ি। এসময় মন্ত্রী মহোদয়ও জ্যামে আটকা পড়েন। 

তখন তাকে আমার মোটরসাইকেলে করে নিয়ে যাই। বন্দরটিলা থেকে ভেতর পথে বন্দরের এনসিটি গেইট হয়ে সল্টগোলা ক্রসিং দিয়ে বারিক বিল্ডিং হয়ে জামাল খানে সমাবেশস্থলে পৌঁছি।

মন্ত্রীকে বহনকারী মোটরসাইকেলটি সমাবেশস্থলে পৌঁছলে সমাবেশে উপস্থিত দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। তাঁকে ঘিরে নেতাকর্মীদের মুহুর্মুহু স্লোগানে সমাবেশে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। 

উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ নেতারা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে