মঙ্গলবার, ০৭ জুন, ২০২২, ০৮:৪৮:৩৪

১৩ বছরে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে: মির্জা আজম

১৩ বছরে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে: মির্জা আজম

এমটি নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের প্রশংসা করে দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, ‘আজ থেকে ১৩ বছর আগে যে মানুষটা বাইসাইকেল চালাতো সে আজ মোটরসাইকেল চালায়। 

১৩ বছর আগে যে মোটরসাইকেল চালাতো আজ সে প্রাইভেটকার চালাচ্ছে। শুধু আওয়ামী লীগাররাই যে মোটাতাজা হয়েছে তা নয়; ১৩ বছরে বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে।’

মঙ্গলবার (৭ জুন) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর পি এস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা আজম বলেন, ‘আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, লাখ লাখ কিলোমিটার পাকা রাস্তা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন গ্রাম শহরে রূপান্তর হয়েছে।’

পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে মির্জা আজম বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিল। এই পদ্মা সেতুর বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে আজ শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন।’

বিএনপি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তমূলক তথ্য প্রচার করে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রামে অগ্নিসংযোগ হয়েছে এজন্য শেখ হাসিনা (পদ্মা সেতু) উদ্বোধন অনুষ্ঠান বাতিল করে দিয়েছেন।

এ উদ্বোধন অনুষ্ঠানে যে টাকা খরচ করা হবে তা দিয়ে নাকি দুর্যোগ মোকাবিলা করার জন্য হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। এসব মিথ্যা-বানোয়াট। এ ধরনের মিথ্যা অপবাদ, বিভিন্ন ধরনের কুৎসা রটিয়ে আওয়ামী লীগের অ্যাচিভমেন্টকে ঠেকিয়ে রাখা যাবে না।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, দৌলতপুর উপজেলার চেয়ারম্যান ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা প্রমুখ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে