মঙ্গলবার, ১৪ জুন, ২০২২, ০৯:৫১:৩৫

প্রতি কাঁদিতে ধরবে ২০০ কলা, জাতের নাম গ্র্যান্ড নাইন!

প্রতি কাঁদিতে ধরবে ২০০ কলা, জাতের নাম গ্র্যান্ড নাইন!

এমটি নিউজ ডেস্ক : আম রাজশাহীর প্রধান অর্থকরী ফসল। যদিও এই তালিকায় কোনো অংশে কম নয় ‘পান’। তবে এবার আম ও পান ছাপিয়ে সম্ভাবনাময় আরেকটি ফল হিসেবে উঁকি দিচ্ছে ‘কলা’। নতুন করে আশা দেখাচ্ছে মার্কিন মুল্লুক দাপিয়ে ফেরা জি-নাইন বা গ্র্যান্ড নাইন জাতের এই কলা। পরীক্ষামূলকভাবে দেশে এই কলার চাষ করে কেউ কেউ সফলতাও পেয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমে অন্তত ৫০০ কোটি টাকার কলা বাণিজ্য হয় রাজশাহীতেই। প্রচলিত জাতের এসব কলা চাষে বাজিমাত করেছেন এখানকার চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানিযোগ্য জি-নাইন কলার বাণিজ্যিক চাষ ছড়িয়ে গেলে এই অঞ্চলের অর্থনীতির গতিধারা বদলে যাবে।

কলার এ জাতটি দেশে একদমই নতুন। এটি প্রচার হওয়ার অপেক্ষায়। সাধারণত দেশের বাইরে নাশতার সঙ্গে যে কলাগুলো লোকজন খায়, এটি সেই জাতের কলা। পুরোপুরি রপ্তানিযোগ্য কলার জাতও এটি।

এই জাতের কলার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি উচ্চ ফলনশীল। এই জাতের কলার একটি কাঁদি আড়াই মণ পর্যন্ত হতে পারে। কাঁদিতে ১৩ থেকে ১৫ ছড়ি কলা পাওয়া যায়। প্রতিটি ছড়িতে ১০ থেকে ১২টি করে প্রায় ২০০টি কলা পাওয়া যায় এক কাঁদিতে।

এই জাতের কলার চাষ প্রচলিত জাতের কলার মতোই। তবে টিস্যু কালচারের চারা হলে চারার বয়স নিশ্চিত হতে হবে। ল্যাবে চারার বয়স হয়ে গেলে জমিতে সেই গাছের আগেই ফলন চলে আসবে। ফলে কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে শঙ্কা থাকে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে