এমটি নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ও শেষ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ৩২ জেলার ফলের তালিকায় ৫৭ হাজার ৩৬৮ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) প্রাথমিক শিক্ষা অধিদফতর এই ফল প্রকাশ করে।
অধিদফতর সূত্রে জানা গেছে, তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩ জুন। এ ধাপে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৪ লাখ ৪৬ হাজার ৫৯৮ জন। এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ৪৫ হাজার শিক্ষক নিয়োগের জন্য তিন ধাপে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ এপ্রিল।