রবিবার, ১৯ জুন, ২০২২, ০২:১৯:৪৫

চলন্ত ট্রেনে পুত্র সন্তানের জন্ম দিলেন এক নারী

চলন্ত ট্রেনে পুত্র সন্তানের জন্ম দিলেন এক নারী

জয়পুরহাট : জয়পুরহাটের জেসমিন আক্তার নামে এক নারী ঢাকা থেকে ট্রেনযোগে আসার পথে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। ঢাকা থেকে জয়পুরহাটগামী আন্তঃনগর ট্রেনে এ ঘটনা ঘটে। প্রসূতি জেসমিন আক্তার জয়পুরহাটের কালাই উপজেলার নানাহার গ্রামের তহিদুল ইসলামের স্ত্রী।

জানা গেছে, জেসমিন আক্তার স্বামীর সাথে ঢাকায় থাকেন। সন্তানসম্ভবা জেসমিন শনিবার সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর একতা ট্রেনযোগে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন স্বামীর সাথে। 

ট্রেন যাত্রার একপর্যায়ে জেসমিন প্রসব ব্যথা অনুভব করেন। পরে ট্রেনের কয়েকজন পুলিশ সদস্য, নারী যাত্রী ও ট্রেনের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় সুস্থ-স্বাভাবিক এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানান, হাসপাতালে ভর্তির পর মা ও শিশুকে সকল ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মা ও শিশু সম্পূর্ণ সুস্থ আছেন।-বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে