মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০২:১১:৪৪

বিশ্বের ৫৩তম সামরিক শক্তিধর রাষ্ট্র বাংলাদেশ

বিশ্বের ৫৩তম সামরিক শক্তিধর রাষ্ট্র বাংলাদেশ

নিউজ ডেস্ক : পরমাণু অস্ত্র বাদে অন্যান্য সামরিক দিক বিবেচনায় বিশ্বের ১২৬ টি সামরিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫৩ তম। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ৩৩ টি রাষ্ট্রের মধ্যে ১৮ নম্বরে রয়েছে বাংলাদেশ।

সামরিক শক্তির ভিত্তিতে ‘গ্লোবাল ফায়ার পাওয়ার (জিএফপি)’ নামের একটি ওয়েবসাইট মার্কিন গোয়েন্দা দফতর সিআইএ’র প্রতিবেদনের ভিত্তিতে এই ১২৬ টি দেশের তালিকা প্রকাশ করেছে।

জিএফপি তালিকার এক নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া এবং তৃতীয় চীন। বাংলাদেশের প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র ভারতের অবস্থান বিশ্বে চতুর্থ। তবে বৈশ্বিক তালিকার শীর্ষ দশে নেই পাকিস্তান। তালিকায় ১৭ নম্বরে রয়েছে দেশটি।

মিয়ানমারের অবস্থান বিশ্ব তালিকার ৪৪ নম্বরে এবং তালিকার এশিয়-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে ১৭ নম্বরে থাকা মিয়ানমারের পরেই বাংলাদেশের অবস্থান।-চ্যানেল আই
২২ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এস.এ.সুমন/একে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে