বুধবার, ২০ জুলাই, ২০২২, ১১:২১:০৫

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা

পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা

জ্যোতির্ময় দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে। চিঠিতে তৃণমূল সুপ্রিমোকে বাংলাদেশ সফর এবং সম্প্রতি উদ্বোধন হওয়া বহুল আলোচিত পদ্মা সেতু দেখতে যাওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সেতু সোনার বাংলা নির্মাণে ও বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের বন্ধন আরও সুদৃঢ় করবে এবং বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এমনটাই উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সুবিধাজনক সময়ে মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

আগামী সেপ্টেম্বর মাসেই নয়াদিল্লি সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও মমতা ব্যানার্জীর সঙ্গে সাক্ষাৎ হবে বলে আশাপ্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।-জাগো নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে