এমটি নিউজ২৪ ডেস্ক : রেলের টিকিট বিক্রির অব্যবস্থাপনার প্রমাণ পাওয়ায় সহজডটকমকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার দুপুরে এই জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক (অভিযোগ) মুহাম্মদ হাসানুজ্জামান।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মহিউদ্দিন রনির অভিযোগের প্রেক্ষিতে অধিদপ্তরে আজ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতেই এই জরিমানা করা হয় বলে জানান হাসানুজ্জামান জানান। তিনি বলেন, নিয়মানুযায়ী আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ভোক্তা অধিকার আইনের ৭৬ (৪) ধারা অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী।
শুনানিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামানসহ সহজের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে, রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে গত ৭ জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির আন্দোলনের বিষয়ে খোঁজ-খবর জানতে চেয়েছেন হাইকোর্ট।- বিডি-প্রতিদিন