বুধবার, ২০ জুলাই, ২০২২, ১০:০৭:৫৮

সেই নবজাতকের অ্যাকাউন্টে জমা পড়েছে ১ লাখ ২৯ হাজার টাকা

সেই নবজাতকের অ্যাকাউন্টে জমা পড়েছে ১ লাখ ২৯ হাজার টাকা

এমটি নিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া নবজাতক এবং তার দুই ভাই-বোনের সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে দুই দিনে ১ লাখ ২৯ হাজার টাকা জমা পড়েছে। 

বুধবার (২০ জুলাই) রাতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও জানান, বিকেল ৫টায় নেওয়া তথ্যমতে ওই অ্যাকাউন্টে জমা পড়েছে ১ লাখ ২৯ হাজার টাকা। 

এর আগে, জেলা প্রশাসকের নির্দেশে ১৮ জুলাই সন্ধ্যায় সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় ‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব’ শিরোনামের একটি অ্যাকাউন্ট খোলা হয়।

‘৩৩২৪১০১০২৮৭২৮’ নম্বরের সঞ্চয়ী হিসাবটি নবজাতকের দাদা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে অ্যাকাউন্টটি পরিচালিত হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে