এমটি নিউজ২৪ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মায়ের গর্ভ ফেটে জন্ম নেওয়া নবজাতক এবং তার দুই ভাই-বোনের সহায়তার জন্য ব্যাংক অ্যাকাউন্টে দুই দিনে ১ লাখ ২৯ হাজার টাকা জমা পড়েছে।
বুধবার (২০ জুলাই) রাতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও জানান, বিকেল ৫টায় নেওয়া তথ্যমতে ওই অ্যাকাউন্টে জমা পড়েছে ১ লাখ ২৯ হাজার টাকা।
এর আগে, জেলা প্রশাসকের নির্দেশে ১৮ জুলাই সন্ধ্যায় সোনালী ব্যাংকের ত্রিশাল শাখায় ‘রত্না আক্তার রহিমার নবজাতক ও অপর দুই সন্তানের সহায়তা হিসাব’ শিরোনামের একটি অ্যাকাউন্ট খোলা হয়।
‘৩৩২৪১০১০২৮৭২৮’ নম্বরের সঞ্চয়ী হিসাবটি নবজাতকের দাদা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে অ্যাকাউন্টটি পরিচালিত হবে।