রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ০৯:১১:১৫

বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির বিগহেড

বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির বিগহেড

এমটি নিউজ২৪ ডেস্ক : দিনাজপুরে মাছ শিকারির বড়শিতে ধরা পড়েছে একটি করে ৩০ কেজি ওজনের বিগহেড (কার্প) মাছ ও ২৫ কেজি ওজনের কচ্ছপ। ঐতিহ্যবাহী রামসাগর পুকুর থেকে মাছ ও কচ্ছপের ধরা পড়ার খবরে এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও বিলুপ্তপ্রায় প্রাণী হওয়ায় কচ্ছপটিকে তাৎক্ষণিকভাবে রামসাগরে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) দুপুর ২ টায় এই মাছ ও কচ্ছপটি ধরা পড়ে শিকারির হুইল বড়শিতে। রামসাগর জাতীয় উদ্যানের কেয়ারটেকারের দায়িত্বে নিয়োজিত বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামসাগরে প্রতি বছরই বিভিন্ন সময়ে টিকেট কেটে মাছ ধরার অনুমতি দেওয়া হয়। তবে গত দুই বছর এই পুকুরে মাছ ধরার টিকিট দেওয়া হয়নি। দুই বছর পর টিকেটের মাধ্যমে অনুমতি দিয়ে মাছ ধরার আয়োজন করে জেলা প্রশাসন। যার প্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয় ৩ হাজার টাকা। শুক্রবার ও শনিবারে এই টিকিটের মাধ্যমে শিকারিরা হুইল বড়শি দিয়ে মাছ শিকার করে। প্রথম দিনে মোট ২০০টি টিকেট বিক্রি হয়।

তিনি আরও জানান, তাদের মধ্যে একটি বড়শিতে ৩০ কেজি ওজনের বিগহেড মাছ ধরা পড়েছে। আরেকটি বড়শিতে ২৫ কেজি ওজনের একটি কচ্ছপও ধরা হয়েছে। তবে পরে কচ্ছপটিকে রামসাগর পুকুরেই অবমুক্ত করা হয়েছে।

এ ব্যাপারে মাছ শিকারি শেখ আরমান বলেন, শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আমরা মাছ ধরার জন্য রামসাগরে যাই। সারারাত এবং শনিবার দুপুর পর্যন্ত আমরা মাছ না পেয়ে মোটামুটি মন খারাপ করে ছিলাম। পরে দুপুরে বড় মাছটি ধরা পড়ে। প্রথমে আশঙ্কা ছিল মাছটি ছুটে না যায়। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার মাছটি পানি থেকে তুলে আনি। ডাঙ্গায় তোলার পর আমাদের আনন্দ আর ধরে না। মাছটি ওজন করে দেখছি ৩০ কেজি। খুব ভালো লাগছে এখন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে