শনিবার, ০১ মার্চ, ২০২৫, ০৭:১৫:২০

মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েই যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ

মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েই যে বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : গতকাল আত্মপ্রকাশ ঘটেছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির। এই দলে নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসনাত আবদুল্লাহ।

দায়িত্ব পাওয়ার পর শুক্রবার রাত ১১টা ৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন তিনি।

স্ট্যাটাসে হাসনাত লেখেন, ‘চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ (আংশিক : ঢাকা মহানগর দক্ষিণ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ) স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের এই জেলাগুলোর ফ্যাসিবাদবিরোধী এবং বাংলাদেশপন্থী ছাত্র-জনতার সঙ্গে অচিরেই দেখা হবে, ইনশাআল্লাহ।

আমরা বাংলাদেশের আপামর ছাত্র-জনতার দ্বারে দ্বারে পৌঁছতে চাই, তাদের মহাকাব্যিক সংগ্রামের বীরত্বগাথা এবং তাদের স্বপ্ন ও প্রত্যাশার গল্পগুলো শুনতে চাই। কামার, কুমার, কৃষক, শ্রমিক, দিনমজুর থেকে শুরু করে বাংলাদেশের সব স্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আমাদের নতুন বাংলাদেশ গড়ব।

জুলাই গণ-অভ্যুত্থানে দেশমাতৃকার তরে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া শহীদদের রক্তের ঋণ পূরণ করতে আমরা আমাদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে প্রস্তুত আছি।

জুলাই আমাদের নতুন বাংলাদেশ সৃষ্টির দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। আমরা সবাই মিলে আমাদের সেই চির-আকাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ করব, ইনশাআল্লাহ।’

এর আগে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিজ বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৫ আগস্টের মধ্য দিয়ে আমরা দুঃশাসনের কবর রচনা করেছি। গণভবনে কে যাবে তা নির্ধারণ হবে বাংলাদেশ থেকে।

ভারত থেকে নয়। সংসদে কে যাবে তা নির্ধারণ করবে দেশের খেটে খাওয়া জনতা। ক্ষমতার মসনদে কে বসবে তা নির্ধারণ করবে এই ভূখণ্ডের মানুষ। আমরা এই তরুণ প্রজন্ম কথা দিতে চাই, প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা সচল করে গড়ে তুলব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে