রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ১২:২৫:১০

চার দফা দাবিতে প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশদের অবস্থান

চার দফা দাবিতে প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশদের অবস্থান

ঢাকা: চতুর্থ শ্রেণির কর্মচারীরদের মত গ্রাম পুলিশদেরও বেতন স্কেল প্রদানসহ চার দফা দাবিতে প্রেসক্লাবের সামনে গ্রাম পুলিশরা অবস্থান নিয়েছে। রোববার সকাল ১০টার কিছুটা পর থেকে তারা এ অবস্থান নেয়। কর্মসূচি বিকেল পাঁচটা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

অবসরকালিন ভাতা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের ন্যায় রেশনিং ব্যবস্থা কার্যকর করা এবং আগামী ৪ মে প্রণীত গ্রাম পুলিশ বাহিনী চাকরি বিধিমালা বাস্তবায়নের দাবিতে তারা এ অবস্থান কর্মসূচী পালন করছে।

কর্মসূচিতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রাম পুলিশ এসেছেন বলে জানিয়েছেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের মহাসচিব এম এ নাছের।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে