রাজশাহী : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান দিয়েছেন এই খবর। আতিউর রহমান ‘জীবনের কথা, অর্থনীতির কথা’ শীর্ষক গণবক্তৃতা অনুষ্ঠানে এই সুখবর দেয়ার পাশাপাশি তার সংগ্রামী জীবনের গল্প বলেন।
দারিদ্রতার কবলে নিমজ্জিত ছিল তার পরিবার। এখান থেকে কিভাবে তিনি এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেই গল্পও বলেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় আয়োজিত ওই অনুষ্ঠানে বলেন, আমার ছাত্রজীবনে বিদ্যালয়ের শিক্ষকরা একটি বাজার থেকে ১৫০ টাকা চাঁদা তুলে আমার পড়াশোনার ব্যবস্থা করেন।
মানুষের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য হয় বলেও বক্তব্য দেয়ার সময় উল্লেখ করেন আতিউর রহমান।
আতিউর রহমান বলেন, এখন এই টাকার মূল্য ৭০০ কোটির চেয়েও বেশি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আমার জীবনের ঘটনা থেকে শিক্ষা নিয়েই আমি গরীব মানুষের পাশে আছি।
বক্তৃতাকালে আতিউর রহমান সুখবর দেন গরীব শিক্ষার্থীদের। তিনি বলেন, দারিদ্রর কারণে যাতে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় সে দিকে দৃষ্টি আমার। সকলের পড়াশোনা নিশ্চিত করার জন্য আমার পদক্ষেপ রয়েছে।
পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ১০ টাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করা হয়েছে। সেখানে শিক্ষার্থীরা টাকা জমা করবে। এই টাকা দিয়ে যাতে গরীব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।
এই বিখ্যাত ব্যাংকার বলেন, আমাদের স্বপ্ব দেখতে হবে। পরে তিনি উল্লেখ করেন সম্ভবনার দিক থেকে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়।
২৪ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/প্রতিনিধি/হাবিব/এইচআর