রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০২:১৭:১৪

শহীদদের সঠিক সংখ্যা নির্ণয় করবে বিএনপি

শহীদদের সঠিক সংখ্যা নির্ণয় করবে বিএনপি

ঢাকা: বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক সংখ্যা বিএনপি আগামী নির্বাচনীয় ইশতেহারে অন্তর্ভুক্ত করবে এবং ক্ষমতায় গেলে তা জরিপ করে নির্ণয় করা হবে।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধে যারা বুকের রক্ত দিয়ে শহীদ হয়েছেন, তাদের সঠিক তথ্য থাকা দরকার। বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের শহীদদের সঠিক সংখ্যা নিশ্চিত করবে।’

শহীদদের নিয়ে খালেদা জিয়ার দেয়া বক্তব্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে কি না জানতে চাইলে এ তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার শহীদদের সঠিক সংখ্যা জানার বিষয়ে যা বলেছেন তাতে কোনোভাবেই রাষ্ট্রদোহ হয় না। তিনি সঠিক বক্তব্য দিয়েছেন। ফৌজদারি কার্যবিধির ১২৪(ক) ধারা অনুসারে রাষ্ট্রদ্রোহের সজ্ঞায় তা পড়ে না বলে তিনি মনে করেন।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে