ঢাকা: রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির বক্তব্য বিএনপিকে আন্দোলনে উৎসাহী করবে বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধান বিচারপতির এ ধরণের বক্তব্য খুবই দুঃখজনক।
রোববার সকালে রাজধানীর একটি স্কুলে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।
এ সময় কামরুল ইসলাম বলেন, 'অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির প্রকাশ্যে ওই কথাটি বলে তিনি বিএনপির হাতে একটি অস্ত্র তুলে দিয়েছেন। মাননীয় প্রধান বিচারপতি এর আগেও বিচার বিভাগ সম্পর্কে একটি প্রশ্ন তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন। বাংলাদেশের প্রধান বিচারপতির অতিকথন শোভা পায় না।'
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪.কম/জেএম/আরএম