ঢাকা : কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, কালিহাতীতে আওয়ামী জাহেলদের বর্বর নির্যাতনে আল্লাহর আরশ কেঁপে উঠেছে, কিন্তু আওয়ামী লীগের লোকদের মন গলেনি। ছেলের সামনে মায়ের শ্লীলতাহানির মতো জঘন্য কাজ করতেও তাদের বুক কাঁপেনি।
সোমবার বিকালে কালিহাতী উপজেলার নারান্দিয়া স্কুল ও কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মাকে ধর্ষণের প্রতিবাদে স্থানীয়দের বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান।
তিনি বলেন, কালিহাতীতে জনগণের ওপর গুলি করে তাদের হত্যা করেছে পুলিশ, অথচ মামলায় আসামি করা হয়েছে গ্রামের মানুষকে, এটা হতেই পারে না।
জনসভায় আরো উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্মসম্পাদক অধ্যাপক ইকবাল সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, এএইচএম আবদুল হাই, অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ হাসান আলী রেজা, আবুল হোসেন মল্লিক, এডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী ও হাবিবুননবী সোহেল।
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ