রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৫:১৯:৫২

মহিলা বিশ্ব ইজতেমায় হাজার হাজার ধর্মপ্রাণ নারীর ঢল, আল্লাহু ধ্বনি

মহিলা বিশ্ব ইজতেমায় হাজার হাজার ধর্মপ্রাণ নারীর ঢল, আল্লাহু ধ্বনি

নিউজ ডেস্ক : প্রতিবছরের ন্যায় এবারও নাটোরের বড়াইগ্রামে ৩ দিনব্যাপী মহিলা বিশ্ব ইজতেমার ১০ম আসর রোববার সকালে শুরু হয়েছে। মৌখাড়া ইসলামিয়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ব্যতিক্রমী এ ইজতেমায় হাজার হাজার ধর্মপ্রাণ নারীর ঢল নেমেছে। ইজতেমায় আগতদের নিরাপত্তায় গোয়েন্দা ও মহিলা পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৯টায় আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।মূল আলোচক হিসাবে পাবনার মাওলানা দেলোয়ার হোসেন ফারুকী ও পাবনা ধর্মগ্রামের রহিমা বেগম বয়ান করেন।সঞ্চালনার দায়িত্বপালন করেন অধ্যাপক সোহরাব হোসেন।

রাষ্ট্রীয়, পারিবারিক ও ব্যক্তি জীবনে নারীদের পবিত্র কোরআনের আলোকে জীবন গঠনের আহ্বান জানান বক্তারা।

ইজতেমায় বক্তারা আরো বলেন, সমৃদ্ধ দেশ গড়া ও সুশাসন কায়েমের জন্য সৎ ও চরিত্রবান মানুষ প্রয়োজন।সচ্চরিত্রবান মানুষ হওয়ার জন্য কোরআন-হাদীসের চর্চা ও অনুসরণ করতে হবে। দেশ, জাতি ও মানুষের প্রয়োজনেই ধর্মীয় জ্ঞানার্জনের পাশাপাশি দৈনন্দিন জীবনে তার সঠিক প্রয়োগ করতে হবে।

আগামী মঙ্গলবার বিকালে আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে।সমাপনী দিনে নাটোরসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধ লক্ষাধিক নারীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।

ইজতেমার মূল আয়োজক আলহাজ শের আলী শেখ জানান, গ্রামীণ মহিলাদেরকে ধর্মীয় শিক্ষা দেয়ার জন্য আয়োজিত ইজতেমায় আগত মহিলাদের জন্য যথাযথ নিরাপত্তার সাথে বিনা খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসা সেবার জন্য স্থাপন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন বলেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যতিক্রমী এ ইজতেমায় আইন-শৃঙ্খলা রক্ষায় সব রকমের সহযোগিতা করা হচ্ছে। মহিলাদের সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক মহিলা ও পুরুষ পুলিশ মোতায়েন করা হয়েছে।
২৩ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে