রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৭:২০

এবার রাষ্ট্রদ্রোহের মামলায় পড়ছেন খালেদা

এবার রাষ্ট্রদ্রোহের মামলায় পড়ছেন খালেদা

নিউজ ডেস্ক : এবার রাষ্ট্রদ্রোহের মামলায় পড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়। যেকোনো দিন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুরে রাজধানীর  চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

মন্ত্রী বলেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন আহমেদ মন্ত্রণালয়ে আবেদনটি করেছেন।  পরে তা যাচাই-বাছাই করা হয়।  আবেদনে খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে মন্তব্য করেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার সামিল।  এ কারণে মন্ত্রণালয় থেকে মামলা করার অনুমোদন দেয়া হয়েছে।  যেকোনো দিন মামলাটি দায়ের হতে পারে।

আসাদুজ্জামান কামাল বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বুঝে-শুনে মন্তব্য করা উচিত।  মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার ভ্রান্ত ধারণা রাষ্ট্রের অভ্যন্তরে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।  এক্ষেত্রে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতার এ অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  পরে বিতর্কে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২১ ডিসেম্বর বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এক জনসভায় খালেদা জিয়া বলেন, আজকে বলা হচ্ছে এত লাখ লোক শহীদ হয়েছেন, যা নিয়ে অনেক বিতর্ক আছে।  

এরপর থেকেই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন মহল।
২৪ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে