এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে বলে গতকাল জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা বলছেন, এ সময় দেশের কয়েকটি অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। এদিকে, আজ সকাল থেকে আকাশ পরিস্কার এবং শীতের শিরশিরানি।
শনিবারের তুলনায় রবিবারের সকালের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল। আগামী দিন দুয়েকে তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।