এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের অর্থনৈতিক চালিকা শক্তির অন্যতম একটি খাতের নাম রেমিট্যান্স। দিনকে দিন বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশের ব্যবসা–বাণিজ্য। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে ০১ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো–
বৈদেশিক মুদ্রার নাম – বাংলাদেশি টাকা
ইউএস ডলার – ১২১ টাকা ৯০পয়সা
ইউরোপীয় ইউরো – ১২৬ টাকা ৭৪পয়সা
ব্রিটেনের পাউন্ড – ১৫১ টাকা ৫১পয়সা
ভারতীয় রুপি – ১ টাকা ৪০ পয়সা
মালয়েশিয়ান রিঙ্গিত – ২৭ টাকা ৩০ পয়সা
সিঙ্গাপুর ডলার – ৮৯ টাকা ৮৮ পয়সা
সৌদি রিয়াল –৩২ টাকা ৪২ পয়সা
কানাডিয়ান ডলার – ৮৪ টাকা৫৪ পয়সা
অস্ট্রেলিয়ান ডলার – ৭৬ টাকা ১০পয়সা
কুয়েতি দিনার – ৩৯৪ টাকা ৩২পয়সা
উল্লেখ্য, যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।