ঢাকা : ৩৪ বছর আগে স্বামীর শাহাদাত বরণ, এরপর গেল বছর এই দিনে পুত্র হারান। তাই আজ ছেলের কবরের পাশে গিয়ে অঝোরে কাঁদলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়া দুপুরে বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করতে যান। ছেলের কবরের পাশে বসে কিছু সময় তিনি কোরআন তেলোয়াত করেন। তার আত্মার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি।
এ সময়ে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম, ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, কোকোর শ্বশুর-শাশুড়িসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
জানা যায়, দুপুরে কোকোর কবরের সামনে গিয়ে কিছুক্ষণ নির্বাক দাঁড়িয়ে থাকলেন খালেদা জিয়া। ছেলে হারানো মায়ের এই শোকাবহ নীরবতায় স্তব্ধ হয়ে গেল সেখানকার পরিবেশ।পিন পতন নীরবতার ভেঙে হঠাৎ গুমড়ে কেঁদে ওঠলেন খালেদা জিয়া। তার এই কান্না দেখে কেঁদে ওঠেন উপস্থিত সকলেই।বেদনাবিদূর এক পরিবেশ।
এভাবেই কবরে শ্রদ্ধার্ঘ অর্পণসহ নানা কর্মসূচির মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে স্মরণ করা হয়েছে।
রবিবার তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কোরাআন খানি ও দোয়া মাহফিল হয়।
বনানীতে কোকোর কবর প্রাঙ্গণে সকালেই শুরু হয় কোরআন খতম। গত বছর ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান কোকো।
কোকোর আত্মার মঙ্গল কামনায় বিকালে নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ের মওলানা ভাসানী মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব, হাবিবুল ইসলাম, কাজী আবুল বাশার, আনোয়ার হোসেন, এম এ মালেক, ২০ দলীয় জোটের সাইফুদ্দিন আহমেদ মনি, সাঈদ আহমেদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতা-কর্মী অংশ নেন।
ছোট ছেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজায় সকাল থেকে কোরআন খানি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুর ইসলাম খান বনানীতে কোকোর কবর জিয়ারত করেন।
এ সময়ে দলের সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক রায়হান আমিন রনি, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের পর বনানী কবরস্থানের বাইরে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন মির্জা ফখরুল।
সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কোকোর আত্মার মঙ্গল কামনায় মিলাদ মাহফিল হয়। এতে অন্যদের মধ্যে শাহজাহান ওমর, আবদুল কাইয়ুম, সাংবাদিক শফিক রেহমান, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি ও শায়রুল কবীর খান উপস্থিত ছিলেন।
২৪ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ