শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ০৫:৫৩:৫৫

আন্দোলন অনেক হয়েছে, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিন : বিএনপিকে হানিফ

আন্দোলন অনেক হয়েছে, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিন : বিএনপিকে হানিফ

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি নেতা-কর্মীদের বাড়ি গিয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‌‘আপনাদের আন্দোলন অনেক হয়েছে, এখন বাড়ি গিয়ে বিশ্রাম নিন।’ 

‘বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের’ প্রতিবাদে শনিবার বিকালে সাভারে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকারের কাছে পদত্যাগপত্র না দিয়ে সমাবেশে বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগের ঘোষণা ‘স্ট্যান্ডবাজি’ উল্লেখ করে হানিফ বলেন, ‘শুনলাম বিএনপির ৭ এমপি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আপনাদের পদত্যাগের গণতান্ত্রিক অধিকার আছে। কিন্তু পদত্যাগ করতে চাইলে তা স্পিকারের কাছে জমা দিতে হয়। মাঠে নয়।’

তিনি বলেন, ‘বিএনপি দুয়েকটা জনসভা করে মনে করেছে, দেশ পালটায় ফেলবে। বিএনপি নেতাদের এখন এই অবস্থা যে, তারা বলতে শুরু করেছিল, ১০ তারিখের পর শেখ হাসিনা থাকবে না। আমি বলতে চাই, জোশে হুঁশ হারাবেন না। শেষে হাত-পা ধরে না মাফ চাইতে হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে