সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৮:০৭:৩২

‘খালেদা আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করবেন’

‘খালেদা আবারো বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করবেন’

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের জাতীয় কাউন্সিলের আগে দলটির চেয়ারপারসন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দলের একাধীক নেতা জানিয়েছেন।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা জানিয়েছেন, তাঁরা মনে করছেন, চেয়ারপারসন পদে খালেদা জিয়ার বিপরীতে কেউ প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করবেন না বা ফরম নেবেন না। সে ক্ষেত্রে এখানে আর কাউন্সিলরদের ভোটাভুটিতে যেতে হবে না। খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবার দলের চেয়ারপারসন নির্বাচিত হবেন।

ওই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ১৮-১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল করবে বিএনপি। তবে কাউন্সিল অনুষ্ঠানের জায়গা পাওয়া না-পাওয়া সাপেক্ষে এই তারিখ পরিবর্তন হতে পারে বলেও জানান তারা। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিলের আগে বিএনপি কাউন্সিল করতে চায়।

এবারের কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন আর রিটার্নিং কর্মকর্তা হিসেবে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের নাম আলোচনায় এসেছে। এ ছাড়া বিভিন্ন বিষয়ে কমিটির দায়িত্বে গতবারের কমিটিগুলোই বহাল থাকবে।

তিন বছর পরপর কাউন্সিল করার কথা থাকলেও এবারের কাউন্সিল হতে যাচ্ছে ছয় বছর পর। সর্বশেষ ২০০৯ সালের ডিসেম্বরে কাউন্সিল হয়েছিল। মধ্যে ২০১৩ সালের মার্চে কাউন্সিলের ঘোষণা দিলেও তা করতে পারেনি বিএনপি।

সাধারণত দলের কাউন্সিলে কাউন্সিলররা চেয়ারপারসনকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের ক্ষমতা দিয়ে থাকেন। এবারও তেমনটি হবে বলে তাঁরা মনে করছেন। সেটি হলে দলের মহাসচিব থেকে শুরু করে সব নেতা মনোনীত করার ক্ষমতা পাবেন খালেদা জিয়া। গত কাউন্সিলেও এমনটি হয়েছিল।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে