সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৯:০৭:০২

যুদ্ধ বিমান কিনছে সরকার: আশরাফ

যুদ্ধ বিমান কিনছে সরকার: আশরাফ

ঢাকা: দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, ‘বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে যুদ্ধ বিমান ও কমব্যাট এয়ারক্রাফট ক্রয় করার পরিকল্পনা সরকারের রয়েছে।’ সংসদ সদস্য মো. আবদুল্লাহর (লক্ষ্মীপুর-৪) প্রশ্নের জবাবে সংসদকে তিনি একথা জানান।

সৈয়দ আশরাফুল ইসলাম সংসদকে জানান, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকল্পে ফোর্সেস গোল-২০৩০ অনুসারে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে বেশ কিছু যুদ্ধ বিমানসহ মিডিয়াম রেঞ্জ ফিক্সড উইং ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, হেলিকপ্টার ট্রেইনার এবং মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ) ক্রয় করার পরিকল্পনা সরকারের রয়েছে।’
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে