এমটিনিউজ২৪ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে আমাদের ওপর দুর্নীতির অভিযোগ এসেছিল। আমরা তো দুর্নীতি করে টাকা বানাতে আসিনি। আমার বাবা রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আমি চারবার প্রধানমন্ত্রী , আমাদের পরিবার দুর্নীতি যদি করতো তাহলে দেশের মানুষকে কিছু দিতে পারতাম না। আমরা দেশের মানুষকে দিতে এসেছি। মানুষের জন্য করতে এসেছি।
তিনি বলেন, কেউ বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে হয়ে, অন্তত এটা মেনে নিতে পারি না। চ্যালেঞ্জ দিয়েছিলাম নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করব। আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের মানুষদের, ধন্যবাদ জানাই আমার দেশের জনগণকে, তারাই আমাকে সাহস দিয়েছে, শক্তি দিয়েছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করেছি।
শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।শেখ হাসিনা বলেন, শুধুমাত্র পদ্মা সেতু না, তিনটা এয়ারপোর্ট আন্তর্জাতিক মানের, এটা আওয়ামী লীগ সরকারের করা। চতুর্থটা হচ্ছে কক্সবাজারে। সারা দেশে রাস্তাঘাট পুল ব্রিজ করেছি। ১০০ সেতু, ১০০ সড়কের উন্নতি, এটা আমরা করতে পেরেছি। আগে কোনো সরকার এভাবে একসাথে করতে পেরেছে? এটা করতে পেরেছে আওয়ামী লীগ, আওয়ামী লীগ সরকার। আমরাই পারি দেশের উন্নতি করতে।
তিনি আরও বলেন, যেখানে বিএনপির আমলে মাথাপিছু আয় ছিল ৩৩৫ ডলার, সেখানে আমরা মাথাপিছু আয় নিয়ে গেছি ২৮২৪ ডলারে। বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশের মর্যাদায় আমরা আনতে পেরেছি। আমাদের সমাজের নিরাপত্তায় আমরা ব্যাপক কর্মসূচি নিয়েছি।
আজ ৮৪ লাখ ৭৬ হাজার মানুষ বয়স্ক বিধবা ভাতা পান। যেখানে আমাদের খরচ হচ্ছে ৯৮১ কোটি ৫২ লাখ টাকা। কোনো মানুষ যেন কষ্টে না থাকে। সেজন্য আমাদের এই সামাজিক নিরাপত্তা। এর বাইরে প্রতিবন্ধীদের আমরা ভাতা দিই। দুই কোটি ৫৩ লক্ষ শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে যাচ্ছি। ক'রোনার সময়ও সেটা বন্ধ হয়নি বরং প্রতিটি শিক্ষার্থীকে ১০০০ টাকা করে আমরা প্রণোদনা দিয়েছি। আমাদের মুক্তিযোদ্ধাদের আমরা ভাতা দিচ্ছি। যে যেই দল করুক না কেন যারা মুক্তিযোদ্ধা তিনি সম্মানীয়, এটা আমরা বিশ্বাস করি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা ওয়াদা দিয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিদ্যুৎ দিয়ে প্রতিটি ঘর আলোকিত করবে। খালেদা জিয়া ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন ৩২০০ মেগাওয়াটে নামিয়ে এনেছিল। আমরা যখন সরকার গঠন করলাম সেই সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে যাত্রা শুরু করে আজ আমরা ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছি।