শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ০৫:৩৬:২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাট্রিক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাট্রিক

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন দলটির বর্তমান সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদেরের হ্যাট্রিক।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এই অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে।

২০১৬ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছিলেন কাদের। এরপর ২০১৯ সালেও তাকেই বেছে নেয় দল। কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে আসা প্রায় ৭ হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন। তাদের মতামতের ভিত্তিতে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারা ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে