ঢাকা: বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি শেষ হয়েছে। এখন যে কোন সময় আদেশ দেয়া হতে পারে।
এর আগে সোমবার সকালে ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। সকাল ১১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালতে শুনানি শুরু হয়। বাদীর পক্ষে শুনানিতে অংশ নিয়ে খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন অ্যাডভোকেট সাহারা খাতুন।
প্রসঙ্গত, একই ঘটনায় নড়াইলে খালেদার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছিল।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম