নিউজ ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ সম্প্রতি দেশে ফিরে আসায় রাজনীতি পাড়া থেকে শুরু করে গণমাধ্যম পাড়া এমনকি চা দোকান পর্যন্ত তার রাজনীতে প্রত্যবর্তন নিয়ে নানা গুঞ্জন চলছে। হয়তো সে কারণেই কিনা সোহেল তাজ সোমবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। সোহেল তাজ ফেসবুকের মাধ্যমে জানান, গণমাধ্যমে প্রকাশিত আমার রাজনীতিতে ফিরে আসার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ জানান, দুই বোনকে সঙ্গে নিয়ে বাবা তাজউদ্দীন আহমদ ও মা জোহরা তাজউদ্দীনের নামে গঠিত ‘মেমোরিয়াল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি আমি। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করতে শনিবার রাতে গণভবনে যাই। পরে কয়েকটি গণমাধ্যম সংবাদ প্রকাশ করে যে, আমি রাজনীতিতে ফিরে আসছি, যা সম্পূর্ণ মিথ্যা।
ফেসবুক স্ট্যাটাসে তিনি আরো লিখেন, ফাউণ্ডেশনের মহৎ উদ্যোগ সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী অমূল্য নির্দেশনা এবং উপদেশ দিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শুধুমাত্র বাংলাদেশের জনগণের অভিভাবক নন, তিনি বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও নীতির রক্ষাকারীও। তাই আমাদের মহৎ উদ্যোগ সম্পর্কে তার সহযোগিতা ও আশীর্বাদ চাইবো এটাই স্বাভাবিক।
এক ঘণ্টা পর অপর এক ফেসবুক স্ট্যাটাসে সোহেল তাজ লিখেন, আমার প্রতি সবাই যে ভালোবাসা দেখিয়েছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং সারাজীবন কৃতজ্ঞ থাকবো। তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীন ফাউন্ডেশনের মাধ্যমে জনগণের জন্য প্রচুর কাজ করতে পারবো সেটি আমি জানি। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আছি এবং সব সময় থাকবো, যার জন্য আমার বাবা তার পুরো জীবন উৎসর্গ করেছেন এবং সর্বোচ্চ ত্যাগ শিকার করেছেন। ফাউন্ডেশন, আমাদের পরিবার এবং আমার জন্য ভালোবাসা, অনুগ্রহ এবং সমর্থনের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম