সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০১:২১:৪১

‘প্রতিহিংসার কারণেই খালেদার বিরুদ্ধে মামলা’

‘প্রতিহিংসার কারণেই খালেদার বিরুদ্ধে মামলা’

ঢাকা: বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য করার অভিযোগ এনে যে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে তা রাজনৈতিক প্রতিহিংসার বলে মনেকরছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলা করা হয়েছে। খালেদা জিয়া যদি কারাগারের বাইরে থাকেন তাহলে সরকারের টনক নড়ে যায়, সরকার অস্থির হয়ে পড়ে। আর এ জন্যই রাজনীতি থেকে তাকে সরাতে চায় সরকার। আসলে এ মামলা পরিহাস ছাড়া আর কিছুই নয়।’

মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছিলেন তাতে রাষ্ট্রদ্রোহিতার চিহ্নমাত্র ছিল না বলে ফখরুল দাবি করেন।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে