ঢাকা: ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন, গাজীপুর ও নারায়ণগঞ্জ এই ৪টি সিটি করপোরেশনের বায়ুদূষণ রোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ ছাড়া বায়ুদূষণ রোধে মেয়রদের কেন কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, সেটাও জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সোমবার একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর রিট আবেদনকারী আইনজীবী জুলহাসউদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্র ও পরিবেশ সচিব, চার সিটি করপোরেশনের মেয়র, পুলিশের মহাপরিদর্শক ও পরিবেশ অিধদপ্তরের মহাপরিচালককে রিট আবেদনে বিবাদী করা হয়েছে। আদালতে শুনানি করেন জুলহাসউদ্দিন আহমেদ ও মুজিবুর রহমান।
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম