সোমবার, ২৫ জানুয়ারী, ২০১৬, ০৩:০৪:৫৫

রাজশাহীতে তীব্র শীতে ৩৮ শিশুর মৃত্যু

রাজশাহীতে তীব্র শীতে ৩৮ শিশুর মৃত্যু

রাজশাহী: তীব্র শীত ও ঠাণ্ডা বাতাসের কারণে উত্তরাঞ্চলের অবস্থা খুবই খারাপ। ঠাণ্ডজনিত নানা রোগ নিয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত এই ৪দিনে শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই নিতহ হয়েছে ৩৮ শিশু।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্র জানায়, গতকাল রোববার নগরে তাপমাত্রা ছিল ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার দুপুর পর্যন্ত ভর্তি হয়েছে আরও ৪০টি শিশু। শনিবার ৭৬টি এবং শুক্রবার ৬০টি শিশু ভর্তি হয়েছিল। চিকিৎসকেরা বলছেন, শিশুদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হচ্ছে।

রাজশাহী মেডিকেল সূত্রে জানা গেছে, এই শীতের মধ্যে শিশুরা সবচেয়ে বেশি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। এ সময় শিশুরা নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস ও ডায়রিয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। গত বুধবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮টি শিশু মারা গেছে।

এর মধ্যে গত শনিবার ১১, শুক্রবার ১২, বৃহস্পতিবার ৪ ও বুধবার ১১টি শিশু মারা গেছে। শনি ও শুক্রবার ৫ শিশু, বৃহস্পতিবার ৪ এবং বুধবার ৬ শিশুই নিউমোনিয়ায় এবং অন্যরা ডায়রিয়া ও অন্যান্য রোগে মারা গেছে।

গতকাল দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডগুলোতে গিয়ে দেখা যায়, নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডাজনিত শ্বাসকষ্টের কারণেই বেশি রোগী চিকিৎসাধীন রয়েছে। ২৪ নম্বর ওয়ার্ডে দুটি যমজ শিশু নিয়ে রয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার শাহিনা বেগম। তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে রয়েছেন। তাঁর দুটি সন্তানই ডায়রিয়ায় ভুগছে।

জানতে চাইলে হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান সানাউল হক মিঞা বলেন, ঠান্ডা ছাড়া অন্য অসুখেও শিশু মারা যাচ্ছে। তবে এ সময় ঠান্ডাজনিত রোগে যেমন নিউমোনিয়া, ডায়রিয়া ও ব্রঙ্কিউলাইটিসে আক্রান্ত শিশু বেশি পাওয়া যাচ্ছে। যারা মারা যাচ্ছে, তারা বাইরে থেকেই মুমূর্ষু অবস্থায় এসে ভর্তি হচ্ছে।
গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকদের জন্য নির্ধারিত ৩৫টি বিশেষ শয্যায় ভর্তি ছিল ৩৬ জন। নবজাতক বিভাগের প্রধান মনীষা ব্যানার্জি বলেন, নবজাতকদের প্রায় সবারই নিউমোনিয়া। আর একটু বড় শিশুরা ভুগছে ব্রঙ্কিউলাইটিসে। সূত্র: প্রথম আলো
২৫ জানুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে